মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মার্জিন ঋণে সিআইবি ছাড়পত্র বাধ্যতামূলক করার দাবি

শেয়ারবাজারে মার্জিন ঋণেও সিআইবি ছাড়পত্র বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে সাধারণ ঋণের মতো মার্জিন ঋণের তথ্যও অন্তর্ভুক্ত করে তা সরবরাহের দাবি করেছে সংগঠনটি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এ দাবি জানিয়ে একটি চিঠি দিয়েছে তারা। এতে বলা হয়েছে- বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের তথ্য সংরক্ষিত থাকে। তবে মার্চেন্ট ব্যাংকে যারা মার্জিন ঋণ খেলাপি, তাদের তথ্য সিআইবিতে সংরক্ষিত থাকে না। ফলে মার্জিন ঋণ খেলাপি গ্রাহক একাধিক মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিতে পারেন তথ্য গোপন করে। এ প্রবণতা ঠেকাতে মার্জিন ঋণ খেলাপিদের তথ্য সিআইবি কার্যক্রমের অন্তর্ভুক্ত করা উচিত। এ বিষয়ে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসি-য়েশনের সভাপতি তানজিল চৌধুরী বলেন, ঋণখেলাপিরা সাধারণ ব্যাংকিংয়ে তথ্য গোপন করতে পারেন না। কিন্তু মার্জিন ঋণের ক্ষেত্রে তাদের সিআইবি রিপোর্ট না থাকায় তথ্য গোপন করে ঋণ নিতে পারেন। সিআইবি ছাড়পত্রে কেউ ঋণখেলাপি থাকলে তিনি নতুন করে মার্জিন ঋণ নিতে পারবেন না।

 

 

সর্বশেষ খবর