বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

'বাংলাদেশ পুরোপুরি সক্ষম নয় জলবায়ু তহবিল ব্যবহারে'

জলবায়ু তহবিল ব্যবহারে বাংলাদেশ পুরোপুরি সক্ষম নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি গতকাল গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে তহবিল প্রাপ্তির জন্য প্রস্তুতিমূলক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরনের মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একাধিক আন্তর্জাতিক তহবিল থেকে অর্থ পেলেও তা ব্যবহারে পুরোপুরি সক্ষমতা অর্জন করতে পারিনি আমরা। সক্ষমতা বাড়াতে এখন থেকেই ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন মুহিত। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও গ্রিন ক্লাইমেট ফান্ডের নির্বাহী পরিচালক হেলা চিখিরুই। অর্থমন্ত্রী আরও বলেন, জলবায়ুগত সমস্যায় ক্ষতির দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যতম। যেসব দেশে জলবায়ুর ক্ষতিকর প্রভাব পড়ছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে; তবে তুলনামূলকভাবে আন্তর্জাতিক সহায়তা কম পাচ্ছি আমরা। মন্ত্রী জানান, ২০২০ সালের মধ্যে গ্রিন ক্লাইমেট ফান্ডে জমা হবে প্রায় ২০০ বিলিয়ন মার্কিন ডলার। এর একটি অংশ বাংলাদেশও পাবে। কিন্তু যেটুকু অংশ পাওয়া যাবে তা ক্ষতির তুলনায় অনেক কম। এ তহবিল থেকে অর্থপ্রাপ্তি কীভাবে বাড়ানো যায় সে চেষ্টা করতে হবে। সেই সঙ্গে তা ব্যবহারে সক্ষমতাও বাড়াতে হবে। কেননা ইতিমধ্যে আমরা জলবায়ুসংক্রান্ত অনেকগুলো ফান্ড তৈরি করেছি। কিন্তু সেগুলো ব্যবহারের সক্ষমতা পুরোপুরি অর্জন হয়নি।

সর্বশেষ খবর