Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৬ জুন, ২০১৬ ২৩:১৩
ডিএসই ও সিএসই
উভয় পুঁজিবাজারে সূচক কমেছে
প্রতিদিন ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এ দিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে এক পয়েন্ট। তবে অন্যসবগুলো সূচক সামান্য বেড়েছে। অন্যদিকে সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ২১ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইর লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ৪৫ কোটি ৮৫ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৩৯ লাখ টাকা। এ দিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৯৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৯৬ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৬৫ কোটি ৭৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩১১ কোটি ৬০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৫ কোটি ৮৫ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৭৯ কোটি ২৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৫৬ কোটি ৩৯ লাখ টাকার বেশি। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৮ হাজার ১৬৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৮ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৪২২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৫ পয়েন্ট কমে ৯৯৪ পয়েন্টে অবস্থান করছে।

এই পাতার আরো খবর
up-arrow