Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৬ জুন, ২০১৬ ২৩:১৬
কর্পোরেটকর্নার
কর্পোরেটকর্নার

ইসলামিক ব্যাংকস্ কনসালটেটিভ ফোরামের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি  ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এম.পি। সেমিনারে সভাপতিত্ব করেন আই বি সি এফ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার।

চুয়াডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩২তম শাখার উদ্বোধন করেন পরিচালক ও ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল মালেক মোল্লা। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তি ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ)’র উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয় ‘শিক্ষার্থীদের জাতীয় বাজেট ২০১৬-১৭ ভাবনা’ শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল।

সম্প্রতি বগুড়ার নামাজগড় মোড়ে ওয়ালটন প্লাজা (এসটি) উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, সহকারী পরিচালক জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ওয়াহিদুর রহমান, প্রধান কার্যালয়ের এসভিপি এসএম নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

সম্প্রতি সিরাজগঞ্জের জুবলী রোডে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র  উদ্বোধন করেন কোম্পানির সিনিয়র ম্যানেজার এম এ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন রিটেল সেলস্ ম্যানেজার মোবারক হোসেন, শোরুম ব্যবস্থাপক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং কোম্পানির কর্মকর্তারা         —বিজ্ঞপ্তি

এই পাতার আরো খবর
up-arrow