বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা
শেয়ার বাজার

সূচকে মিশ্র প্রবণতা

প্রতিদিনি ডেস্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এ ছাড়া ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ৬ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৪ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৮৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ১৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে মাত্র ৭২ লাখ টাকা। এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৮৬ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ১১ লাখ টাকা। এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ২৫ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক ০ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ৪ দশমিক ৩৭ পয়েন্ট  বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়ে ১ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩০ কোটি টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন  বেড়েছে ৭ কোটি ৯৭ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৭১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯২৫ পয়েন্টে অবস্থান করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর