বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক ২, সিএসইতে কমেছে ৭ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে বুধবারের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এদিন ডিএসইতে ডিএসই এক্স সূচক কমেছে ২ দশমিক ৩৭ পয়েন্ট। আর সিএসইতে সিএসসি এক্স সূচক কমেছে ৭ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৪৪ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬১ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৫৪ কোটি ৬০ লাখ টাকা। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৩ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৬৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৪ কোটি ৬০ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসই এক্স ২ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ১ দশমিক ৫৬ পয়েন্ট কমে ডিএসই ৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৭০ কোটি ৪১ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সিএসই’র প্রধান সূচক সিএসসি এক্স ৭ দশমিক ৯০ পয়েন্ট কমে ৮ হাজার ৫১৬ পয়েন্টে, সিএএসপিআই

সূচক ১২ দশমিক ০৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১২ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করছে।

সর্বশেষ খবর