বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

উভয় পুঁজিবাজারে মোট লেনদেন ৫২৯ কোটি

প্রতিদিন ডেস্ক

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে

দিনের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ৫৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮২ কোটি ৮৪ লাখ টাকার কিছুটা বেশি। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসি-এক্স ৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৯৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৪৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৪৭ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়ে ৪ হাজার ৫৯৫ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক ০ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ২ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০

 সূচক দাঁড়িয়ে ১ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৫ কোটি ৪৭ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২১ কোটি ১০ লাখ টাকার শেয়ার। সুতরাং গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১১২টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।

সর্বশেষ খবর