বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
শীর্ষ রাজস্বদাতা আবুল খায়ের গ্রুপ

৩১ হাজার কোটি টাকার রাজস্ব আয় চট্টগ্রাম কাস্টমসের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কাস্টমস হাউস ২০১৫-১৬ অর্থবছরে ৩১ হাজার ৩০০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা তাদের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে হাজার কোটি টাকারও বেশি। এ আয়ের এক পঞ্চমাংশ এসেছে ৩৫টি আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে। এর ভিতর ব্যক্তিমালি-কানাধীন প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ রাজস্বদাতা হচ্ছে আবুল খায়ের গ্রুপ। আমদানির বিপরীতে এই প্রতিষ্ঠান থেকে আদায়কৃত রাজস্বের পরিমাণ প্রায় ৭১৭ কোটি টাকা।

প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, গত অর্থবছরের শুরুতে চট্টগ্রাম কাস্টমস থেকে ৩৩ হাজার ১২১ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পরে তা সংশোধন করে কমিয়ে ৩০ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়। অর্থবছর শেষে দেখা

যায়, ৬ হাজার ৯৭১টি প্রতিষ্ঠান থেকে ৩১ হাজার ৩০০ কোটি টাকার রাজস্ব এসেছে; যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৩০০ কোটি টাকা বেশি। এদিকে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ রাজস্বদাতা প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ গত অর্থবছরে ৭১৭ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে। ২০১৪-১৫ অর্থবছরেও রেকর্ড পরিমাণ রাজস্ব দিয়েছিল তারা।

সর্বশেষ খবর