বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে বেড়েছে ১৩ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উভয়ই গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৫৮ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৭১ লাখ টাকা। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ২৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৫৮ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে, ডিএসইএক্স বা শরিয়াহ সূচক ০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়ে ১ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে সিএসইতে লেনদেনের পরিমাণ ২২ কোটি ৭৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার।

সর্বশেষ খবর