বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক ১২, সিএসইতে বেড়েছে ৬ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে কমেছে উভয় স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে এদিন গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছ ৪২ কোটি ১২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ০৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৯২ কোটি ০৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩৪ কোটি ৩১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪২ কোটি ১২ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৯ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৪টির এবং কোনো পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩২ কোটি ০৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।

সর্বশেষ খবর