মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে সামান্য

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়ে শেষ হয়েছে গতকালের লেনদেন কার্যক্রম।  এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৮১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। যার মধ্যে ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৭০ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৮৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৭ কোটি ৪৯ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৬ কোটি ৯৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৭০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসই-৫০ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯১৮ পয়েন্টে অবস্থান করছে।

সর্বশেষ খবর