বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৫ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে গতকালের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত

কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ৪৪ লাখ টাকা। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৬৪ কোটি ২৪ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকা। এদিন ডিএসইতে  প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৯ কোটি ৩২ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬০ কোটি ৮ লাখ টাকার শেয়ার।

সর্বশেষ খবর