বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ২৩ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে মঙ্গলবারের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ২১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৬ দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৮৮  কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৫০ কোটি ১০ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে এক হাজার ২১০ কোটি ৩৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৮১ কোটি ৮০ লাখ টাকা। এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৮ কোটি ৫৪ লাখ টাকা।

সর্বশেষ খবর