বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে গতকালের  লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৬১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৭১ দশমিক ০৬ পয়েন্ট বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৭৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৬১ কোটি ৯২ লাখ।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৪ কোটি ৯৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০৮ কোটি ৪৪ লাখ টাকা।

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৭১ কোটি ৬ লাখ টাকা।

সর্বশেষ খবর