বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে মঙ্গলবারের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৪৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক

সিএসসিএক্স ৯৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে দুই হাজার ১৩৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার তিনশ কোটি ৭২ লাখ। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে দুই হাজার ১৩ কোটি ৪৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল দুই হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকা। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১১৯ কোটি ৮২ লাখ টাকা।

সর্বশেষ খবর