শিরোনাম
বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক ৩৯, সিএসইতে বেড়েছে ৭৬ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে গতকালের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইর লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৯ দশমিক ৪৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৪৬ কোটি ১ লাখ টাকা। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৯৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ১৫ লাখ টাকা।

সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১৮ কোটি ৭৮ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৭ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক ০ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭ পয়েন্টে এবং ২৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৭১টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৬ কোটি ৫০ লাখ টাকা।

সর্বশেষ খবর