বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আমিরাতে প্রবাসী বাংলাদেশির অনুকরণীয় দৃষ্টান্ত

কামরুল হাসান জনি, ইউএই

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ব্যবসায়িক নক্ষত্র অদুল কান্তি চৌধুরী। মানবসেবার পাশাপাশি ব্যবসায়িক সফলতা তাকে এনে দিয়েছে আমিরাতে শীর্ষ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের প্রথম কাতারে। বর্তমানে সৃজনশীল ব্যবসায়ী হিসেবে অদুল কান্তি চৌধুরী বিশ্বের নামিদামি ব্র্যান্ডিং কোম্পানিগুলোর কাছে এক নামে পরিচিত। ১৯৮৫ সালে জীবিকার তাগিদে প্রথম

আমিরাতে আসেন অদুল। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠপুরা গ্রামের ক্ষুদিরাম চৌধুরী ও নিরুবালা চৌধুরীর সন্তান অদুল চৌধুরীর স্বপ্ন ছিল

আর্কিটেক হওয়ার। পড়াশোনাও করেন ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। কিন্তু পরিবারের চাহিদার জোগান দিতে এবং নিজের প্রয়োজনীয়তা পূরণে অদুল চৌধুরী ছুটে যান মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে। শুরু করেন জীবন সংগ্রাম। ২০০০ সালে আসে তার সুদিন। কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে শুরু করেন ব্যবসায়িক যাত্রা। চালু করেন আল মোহারিক পাম্পস ট্রেডিং নামে প্রথম প্রতিষ্ঠান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। একে একে গড়ে তুলেন আল মোহারিক ড্রিলিং ট্রেডিং, আল মোহারিক পাম্পস ট্রেডিং আল মাদাম, আল মোহারিক পাম্পস ট্রেডিং আল আইনসহ ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। অদুল চৌধুরী বলেন, ‘নিজের কাছে কোনো উচ্চাবিলাসিতা নেই। আমি যা উপার্জন করি তা প্রয়োজন অনুযায়ী কিছুটা নিজের জন্য রেখে বাকিটা দুর্দশাগ্রস্ত মানুষ ও সামাজিক কাজ, শিক্ষা খাতের জন্য ব্যয় করি।’ তিনি প্রবাসীদের সঠিক পথে নিজেকে পরিচালিত করে দেশপ্রেম জাগ্রত রাখার আহ্বান জানান।

 

সর্বশেষ খবর