বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে কমেছে ৯ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে মঙ্গরবারে কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।

এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ২০ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৯ দশমিক ৩২ পয়েন্ট কমেছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৬ কোটি ৯৩ লাখ।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৮২ কোটি ৬২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭২২ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০ কোটি ১৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৩ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৩০০ পয়েন্টে এবং ৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৮টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ৭৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৯ কোটি ৭১ লাখ টাকার বেশি। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির।

সর্বশেষ খবর