বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

টেকটেক্সটিল অ্যান্ড টেক্সপ্রসেস শুরু ৯ মে

নিজস্ব প্রতিবেদক

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ৯ মে শুরু হচ্ছে বিশ্বে বস্ত্রশিল্পের সবচেয়ে বড় দুটি প্রদর্শনী টেকটেক্সটিল অ্যান্ড টেক্সপ্রসেস-২০১৭। এই আসর দুটিতে ৪ দিনব্যাপী প্রদর্শনী চলবে। বাংলাদেশসহ বিশ্বের ১৯৬টি দেশ এই আসরে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেসি ফ্রাঙ্কফুটের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর সালাউদ্দিন, হেড অব অপারেশন ইন বাংলাদেশ রোমানা আফরোজ। এতে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেবেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর