বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা
সপ্তাহে চারদিন

ঢাকা-ব্যাংকক রুটে ইউএস বাংলা

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশের বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স গত ৩ মে থেকে সপ্তাহে চার দিন ঢাকা থেকে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। পর্যটকদের চাহিদা ও প্রতিযোগিতামূলক ভাড়ায় সব শ্রেণির যাত্রীদের আকৃষ্ট করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে মাত্র ২০ হাজার টাকায় আকর্ষণীয় রিটার্ন ভাড়া ঘোষণা করেছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। ৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যায়। স্থানীয় সময় বেলা দুপুর ১টা ১০ মিনিটে ব্যাংকের বিমানবন্দরে অবতরণ করে। পুনরায় ব্যাংকক থেকে স্থানীয় সময় বেলা দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে এবং বিকাল ৩টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে এবং আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে।

সর্বশেষ খবর