বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

হাওর নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রুকনুজ্জামান অঞ্জন

হাওর নিয়ে সরকারের মহাপরিকল্পনা

হাওরাঞ্চলের উন্নয়নে হাওর মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, ওই মহাপরিকল্পনায় ১৭টি উন্নয়ন সেক্টরে মোট ১৫৪টি প্রকল্প ১৬টি মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে দুটি সেক্টরের তিনটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। ১৩টি প্রকল্প চলমান আছে। ১১টি প্রকল্পের ডিপিপি প্রণয়ন ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। হাওর এলাকার উন্নয়ন বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনার লক্ষ্যে গত ১৬ মে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়ার বেগম এনডিসি। সভার কার্যবিরণীর তথ্য থেকে জানা গেছে, হাওর নিয়ে প্রণীত এই মহাপরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের করণীয় নির্ধারণ ও সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাপ্ত সুপারিশ পর্যালোচনার জন্য ১৬ জুন পরবর্তী বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।  সভায় সাম্প্রতিক বন্যায় হাওরাঞ্চলে ক্ষয়ক্ষতির বিষয়গুলোও তুলে ধরা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩১ জুলাই পর্যন্ত তিন লাখ ৩০ হাজার পরিবারের মধ্যে ভিজিএফ কার্যক্রম চলমান থাকবে। এ খাতের বরাদ্দকৃত নগদ অর্থসহ ত্রাণসামগ্রীর সর্বমোট আর্থিক মূল্য ২৭২ কোটি ২৬ লাখ টাকা প্রায়। ভিজিএফ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত সব পরিবারকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা চলছে।  সভায় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক জানান, অতিবৃষ্টিতে উজান থেকে আসা পানিতে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের হাওর এলাকার ক্ষয়ক্ষতির তথ্যচিত্র তুলে ধরেন। তথ্যচিত্র অনুযায়ী সাম্প্রতিক বন্যায় বৃহত্তর সিলেটসহ ছয় জেলার ১৫ হাজার ৩৪৫টি ঘরবাড়ি ৮ লাখ ৫০ হাজার ৮৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, সাম্প্রতিক বন্যায় ৬টি জেলার ৪ লাখ ১ হাজার ৮৪২ হেক্টর বোরো ফসলের জমি, হাওরাঞ্চলে ২ লাখ ৪৯ হাজার ৮৬০ হেক্টর বোরো ফসলের জমি এবং ৬ লাখ ২৩ হাজার ৩৭২ জন চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে।  মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ২৭ এপ্রিল পর্যন্ত মোট ৪৬টি জলাশয় ক্ষতিগ্রস্ত এবং ২১ হাজার ৩৯৫ মেট্রিক টন মাছ, ৩ হাজার ৬০২টি হাঁস এবং ৪টি মহিষ মারা গেছে।

সর্বশেষ খবর