বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক ৩৪, সিএসইতে বেড়েছে ৭৭ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ১২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। মঙ্গলবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩০৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১০৪ কোটি ২৬ লাখ  টাকা।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২২৩ কোটি ৭৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৬ কোটি ৩১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৪৩ লাখ টাকা। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৮০ কোটি ৪১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২২ কোটি ৪৬ লাখ টাকার বেশি।

সর্বশেষ খবর