বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৩ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে গতকাল। এদিন ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের চেয়ে বাড়লেও সিএসইর লেনদেন কমে শেষ হয়েছে  লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৮৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। সোমবার লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ৫৯ লাখ  টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ খবর