বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শেয়ারবাজারে ছয় মাসে ব্যাংকগুলোর মুনাফা ৩ হাজার কোটি টাকা

আলী রিয়াজ

শেয়ারবাজারে ছয় মাসে ব্যাংকগুলোর মুনাফা ৩ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের ৩ হাজার ১৮৭ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। তবে পরিশোধিত মূলধনের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে। এ সময় ব্যাংকগুলোর গড় ইপিএস হয়েছে ১.৪০ টাকা। ব্যাংকগুলোর অর্ধবার্ষিক (২০১৭ জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক হিসাবে এসব তথ্য পাওয়া গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯০ কোটি ৫৮ লাখ টাকা মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। এর পরে ২৮২ কোটি ৫৮ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ২২৭ কোটি ৯ লাখ টাকা মুনাফা হয়েছে ব্র্যাক ব্যাংকের। অপরদিকে চলতি বছরের প্রথমার্ধে একমাত্র আইসিবি ইসলামী ব্যাংক লোকসান করে সবার নিচে রয়েছে। ব্যাংকটির ১৮ কোটি ২৫ লাখ টাকা লোকসান হয়েছে। এর পরে সবচেয়ে কম মুনাফা হয়েছে রূপালী ব্যাংকের। এ সময় ব্যাংকটির ২০ কোটি ১৭ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ২৯ কোটি ৪০ লাখ টাকা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন সোস্যাল ইসলামী ব্যাংকের ও ৩৬ কোটি ২৩ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এদিকে মুনাফায় ইসলামী ব্যাংক সবার উপরে থাকলেও ব্যাংকটি ইপিএসে নবম স্থানে রয়েছে। এক্ষেত্রে পরিশোধিত মূলধনের তুলনায় ডাচ্-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি মুনাফা হয়েছে। ব্যাংকটির ইপিএস হয়েছে ৭.১০ টাকা। এর পরে ২.৬৬ টাকা ইপিএস নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক ও ২.৩১ টাকা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মোট ২৫ হাজার ৩৩৯ কোটি ২৯ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ১ হাজার ৯৭৫ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। তবে ব্যাংকটি মুনাফার হিসাবে রয়েছে ১৪তম স্থানে। এর পরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ইসলামী ব্যাংক মুনাফায় সবার উপরে রয়েছে। অপরদিকে সবচেয়ে কম ২০০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ডাচ্-বাংলা ব্যাংক মুনাফায় সপ্তম স্থানে রয়েছে। এর পরে দ্বিতীয় সর্বনিম্ন ৩০৩ কোটি ৬৪ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক। এ ছাড়া তৃতীয় সর্বনিম্ন ৪০০ কোটি ৮ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ১৭তম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক। বর্তমানে ৬টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হলো— ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও প্রাইম ব্যাংক। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ব্যাংকগুলো ২০১৬ সালের ব্যবসায় ভালো লভ্যাংশ দিয়েছে। আর চলতি বছরের যে ব্যবসা তাতে হতাশ হওয়ার কিছু নেই। এ খাতে এমন কিছু হয়নি যে ধ্বংস হয়ে যাবে।

সর্বশেষ খবর