বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘১৭টি খাতে প্রবাসীরা ঋণ-সুবিধা পাচ্ছেন এ ব্যাংক থেকে’

এনআরবি নিউজ, নিউইয়র্ক

‘১৭টি খাতে প্রবাসীরা ঋণ-সুবিধা পাচ্ছেন এ ব্যাংক থেকে’

নিজাম চৌধুরী

শিক্ষাঋণ, গৃহায়ণ ঋণ, চিকিৎসা-সেবা, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প-কারখানা স্থাপন ইত্যাদি ১৭টি খাতে প্রবাসীরা ঋণ-সুবিধা পাচ্ছেন এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে। সারাবিশ্বে এক কোটি প্রবাসীর কল্যাণে এসব প্রকল্প হাতে নিয়েছে এই ব্যাংক। নিজ এলাকা কিংবা রাজধানীতে প্লট/এপার্টমেন্ট নির্মাণ অথবা ক্রয় করতে সহজ শর্তে এবং তুলনামূলক কম সুদে অনেক প্রবাসী ইতিমধ্যেই ঋণ গ্রহণ করেছেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের কার্যক্রম সম্পর্কে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করলেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিজাম চৌধুরী। তিনি আরও বলেন, আমরা প্রবাসীদের ওয়ানস্টপ সার্ভিস দিচ্ছি। প্রত্যেক শাখায় ‘প্রবাসী ডেস্ক’ রয়েছে, হেড অফিসে রয়েছে প্রবাসীদের প্রকল্পের বরাদ্দ ত্বরান্বিত করতে পদস্থ কর্মকর্তা। নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা নিজাম চৌধুরী বাংলাদেশে এই ব্যাংক প্রতিষ্ঠা করেছেন ২০১৩ সালের ২৩ অক্টোবর। মালিকানা-পরিচালনায় রয়েছেন আরও কয়েকজন প্রবাসী। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ যাবৎ এই ব্যাংকের ৪৫টি শাখার গ্রাহক তাদের একাউন্টে ডিপোজিট করেছেন ৬ হাজার ২০০ কোটি টাকা। অপরদিকে, তারা বিভিন্ন প্রকল্পে ঋণ দিয়েছেন ৪ হাজার ৯০০ কোটি টাকা। চলতি বছরে  মুনাফার টার্গেট ১৬০ কোটি টাকা। গত ৩১ জুলাই পর্যন্ত মুনাফা হয়েছে সাড়ে ৮২ কোটি টাকা। নিজাম চৌধুরী বলেন, ৯ শতাধিক কর্মচারীর টিম ওয়ার্কে সব সময় মুনাফার পথেই রয়েছি। এসব ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের মূলধারার অর্থনীতিতে প্রবাসীরা সরাসরি অবদান রাখার সুযোগ পেয়েছেন।

সর্বশেষ খবর