শিরোনাম
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিনিয়োগ বাড়াতে এক ছাতার নিচে ২৭ সেবা

আহমদ সেলিম রেজা

বিনিয়োগ বাড়াতে এক ছাতার নিচে ২৭ সেবা

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এক ছাতার নিচ থেকেই বিনিয়োগকারীদের ২৭ ধরনের সেবা নিশ্চিত করতে নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ওয়ান স্টপ সার্ভিস’। এজন্য চারটি সরকারি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই উদ্যোগ সফল করতে নতুন আইন করা হচ্ছে। ‘ওয়ান স্টপ সার্ভিস বিল, ২০১৭’ নামে আইনটি এর মধ্যে সংসদে উঠেছে। আইনে ওয়ান স্টপ সার্ভিসের সেবা প্রদানে অবহেলাকে সরকারি কর্মচারীর অসদাচরণ হিসেবে গণ্য করার বিধান যুক্ত হয়েছে।

কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ পর্যন্ত যত ধরনের আইনি সনদ ও নিবন্ধনের প্রয়োজন হয়, এই ওয়ান স্টপ সার্ভিস থেকে তা নিশ্চিত করা হবে। এর মধ্যে রয়েছে, ট্রেড লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন, ভূমি অধিগ্রহণ, দলিল রেজিস্ট্রেশন, নামজারি, পরিবেশগত ছাড়পত্র, নির্মাণ পারমিট, বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, পানি সংযোগ ও পয়ঃনিষ্কাশন, টেলিফোন ও ইন্টারন্টে সংযোগ, টিআইএন ও ভ্যাট রেজিস্ট্রেশন, কাস্টমস-সংক্রান্ত ছাড়পত্র ইত্যাদি। এজন্য নতুন আইনে ‘কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষকে প্রয়োজনমতো গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে আইনের তফসিল সংশোধনসহ বিধি প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষেরও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। এই কর্তৃপক্ষসমূহ নির্ধারিত পদ্ধতি ও সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করবেন। এ বিষয়ে অস্পষ্টতা দূর করতে আইনের খ তফসিলে এক ছাতার নিচ থেকে বিনিয়োগকারীদের যে ২৭ ধরনের সেবা দেওয়া হবে, তার তালিকা দিয়ে দেওয়া হয়েছে। যথা : ১) ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশন ও মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং শেয়ার ট্রান্সফার। ২) নিবাসী ও অনিবাসী ভিসা। ৩) অর্থনৈতিক অঞ্চল, পার্ক ইত্যাদি ঘোষণা। ৪) অর্থনৈতিক এলাকার (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, অর্থনৈতিক অঞ্চল, পার্ক ইত্যাদি) অভ্যন্তরে ভূমি বরাদ্দ, ব্যাংক ঋণের অনাপত্তি পত্র, নমুনা প্রেরণের অনুমতি, বিনিয়োগ প্রস্তাব/প্রকল্প ছাড়পত্র ও অফশোর ব্যাংকিং লাইসেন্সের অনাপত্তি পত্র। ৫) ওয়ার্ক পারমিট প্রদান। ৬) ট্রেড লাইসেন্স। (৭) উদ্যোক্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি অধিগ্রহণ। ৮) ভূমির ক্রয় ও লিজ দলিল রেজিস্ট্রেশন ৯) সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস থেকে নামজারি। ১০) পরিবেশগত ছাড়পত্র। ১১) নির্মাণ পারমিট। ১২) বৈদ্যুতিক সাবস্টেশন, ওয়ারিং-সংক্রান্ত ছাড়পত্র ও জেনারেটর স্থাপনের অনুমতি। ১৩) কল কারখানার মেশিন লে-আউট প্ল্যান অনুমোদন এবং কারখানা বা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান, নবায়ন ও সংশোধন। ১৪) বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট বিতরণ সংস্থাসমূহ থেকে বিদ্যুৎ সংযোগ। ১৫) জ্বালানি ও খনিজ বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট সরবরাহকারী সংস্থাসমূহ থেকে গ্যাস সংযোগ। ১৬) সংশ্লিষ্ট অঞ্চলের ওয়াসা, সিটি করপোরেশন ও পৌরসভা থেকে পানি সংযোগ ও পয়ঃনিষ্কাশন। ১৭) বিটিসিএল থেকে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। ১৮) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর থেকে অগ্নি নিরোধসংক্রান্ত সেবা ও ছাড়পত্র। ১৯) বিস্ফোরক অধিদফতর থেকে বিস্ফোরক লাইসেন্স। ২০) প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় থেকে বয়লার সার্টিফিকেট, বয়লার নিবন্ধন ও সনদপত্র নবায়ন। ২১) বাংলাদেশ ব্যাংক থেকে ডিভিডেন্ট, রেমিট্যান্স ও ক্যাপিটালের প্রত্যাবাসন। ২২) জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন প্রকার প্রণোদনা, আমদানি ও রপ্তানি, বন্ড লাইসেন্স ও কাস্টমস-সংক্রান্ত ছাড়পত্র। ২৩) জাতীয় রাজস্ব বোর্ড থেকে টি আই এন ও ভ্যাট রেজিস্ট্রেশন। ২৪) জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্থানীয় ক্রয় ও বিক্রয় ছাড়পত্র। ২৫) আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দফতর থেকে আমদানি ও রপ্তানি পারমিট জারিকরণ, রপ্তানি নিবন্ধন সনদপত্র এবং ইনডেন্টিং নিবন্ধন সনদপত্র। ২৬) রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে সার্টিফিকেট অব অরিজিন।

২৭) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পানি ও বর্জ্য শোধনাগার স্থাপনের অনুমতি।

সর্বশেষ খবর