রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কর্পোরেট কর্নার

কর্পোরেট কর্নার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ‘শেয়ারিং দ্য সার্ভে রেজাল্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন বিভাগের সেল্ফ এসেসমেন্ট কমিটি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ইউজিসি’র হেকাপ প্রকল্পাধীন আইকিউএসি-বিইউবিটি’র তত্ত্বাবধানে এটির আয়োজন করে।


 

সফররত আমেরিকান বিজ্ঞানী নোবেল জয়ী অধ্যাপক মার্টিন শেলফিকে নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক মার্টিন তার বাংলাদেশ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।


 

সেভেন রিংস্ সিমেন্টের তিন দিনব্যাপী বার্ষিক সেল্স কনফারেন্স ২০১৮ ‘রাইজ অ্যান্ড রুল’ থিম নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পাশা কনফারেন্স এর উদ্বোধন করেন। সেলস্ পারফরমেন্স নিয়ে আলোকপাত করেন চিফ মার্কেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানী। 


 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিপ্রং ট্রাইমিস্টার ২০১৮- এ স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিকস এবং স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন  ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। -বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর