‘হাউ টু বুস্ট ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ইন বাংলাদেশ’ বিষয়ক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইসলামী ব্যাংক টাওয়ারে সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রধান আলোচকের বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের প্রফেসর এম. কবির হাসান, পিএইচডি। ব্যাংকের এএমডি মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এএমডি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার প্রমুখ।
শাহজালাল ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ব্যাংকের ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকটির এমডি মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসভিপি ও এইচআর প্রধান (চলতি দায়িত্ব) এ কে এম হাসান রহিম। এ সময় উপস্থিত ছিলেন ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. সাইদুর রহমান।
ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘প্রাইম ব্যাংক-বাংলাদেশ ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে পাটা চেয়ারম্যান পিটার এ সিমন, বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বিমানের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মো. জাবের, প্রাইম ব্যাংকের ডিএমডি নাজিম আনোয়ার চৌধুরী ও জুরি বোর্ডের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির।
সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে আইসিএসবি অ্যাওয়ার্ড পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড। শনিবার সোনারগাঁও হোটেলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফ্যাইনান্স) উজমা চৌধুরী।
ডিজিটাল যুগে রিটেইল খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সংস্করণের-২০২৪ দুটি ক্যাটাগরিতে তিনটি পুরস্কার পেয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ‘বিকাশ পেমেন্ট থ্রু ভিসা’, ‘বিকাশ মেক পেমেন্ট’ এবং ‘বিকাশ পে লেটার’ এই পুরস্কার পেয়েছে। বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মাননাগুলো গ্রহণ করেন।
-বিজ্ঞপ্তি