৩০ অক্টোবর, ২০১৫ ১২:১০

জাবি'র 'ই', 'জি' এবং 'এফ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নাহিদুর রহমান হিমেল, জাবি:

জাবি'র 'ই', 'জি' এবং 'এফ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় 'ই', 'জি' এবং 'এফ' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এ বছর 'ই' ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) মোট দুইশটি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৭২ জন, 'জি' ইউনিটের (ইনস্টিটিউট অব আইবিএ-জেইউ) মোট ৫০টি আসনের বিপরীতে ছয় হাজার ৪৪৮ জন এবং 'এফ' ইউনিটের (আইন অনুষদ) মোট ৫৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ১৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এদের মধ্য থেকে প্রতি ইউনিটে মোট আসন সংখ্যার দশগুণ উর্ত্তীণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে মোট ছয়টি পালায় এই তিন ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষায় 'জি' ইউনিটে শতকরা ৭৪ ভাগ, 'ই' ইউনিটে ৯০ ভাগ এবং 'এফ' ইউনিটে ৮২ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলো।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults/  অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে ৯৯৩৩ এই নম্বরে পাঠিয়ে জানা যাবে।

বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর