৫ নভেম্বর, ২০১৫ ১৩:২০

রিংটোন ও ওয়েলকাম টিউনে জাতীয় সংগীত নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

রিংটোন ও ওয়েলকাম টিউনে জাতীয় সংগীত নিষিদ্ধ

মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহারকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার নিষিদ্ধই থাকল।

বৃহস্পতিবা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) নেতৃত্বে তিন বিচারকের আপিল বেঞ্চ এ রায় দেন।  দন আপিল বিভাগ।

একইসঙ্গে জাতীয় সঙ্গীতকে মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করায় রবি অজিয়াটা লিমিটেডকে ৩০ লাখ টাকা মহাখালীর ক্যান্সার হাসপাতালকে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মে গ্রামীণফোন ও বাংলালিংকের করা আপিলের আবেদনও খারিজ করে দিয়ে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছিলেন। পরে মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা আপিল আবেদন করলে আজ বৃহস্পতিবার তা খারিজ হয়ে গেল।

বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর