২৪ নভেম্বর, ২০১৫ ১৮:২৫

'দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই'

অনলাইন ডেস্ক

'দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই'

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সাংগঠনিকভাবে জঙ্গি সংগঠন ইসলামি স্টেট তথা আইএসের কোনো অস্তিত্ব নেই। যারা জঙ্গি, তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, তারাই আইএস। নানাভাবে নানা নামে তারা আত্মপ্রকাশ করে। আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করছি।’

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, আইএসকে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে জামায়াত-শিবির।’

'মুসলিম-দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখনো নিরাপদ' গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্যের সূত্র ধরেই স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমরা জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদের উৎস খুঁজে দেখছি। জঙ্গি সংগঠনগুলোর আয়ের উৎস খুঁজে দেখতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে বলেছি।’

এদিকে, হাতে লেখা পাসপোর্ট উঠে গেলেও দেশে-বিদেশে অবস্থান করা এ ধরনের পাসপোর্টধারী বাংলাদেশীদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘দেশ থেকে মাত্র তিন দিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হচ্ছে। এ ছাড়া বিদেশে অবস্থানকারী বাংলাদেশীরা দূতাবাস থেকে সাত দিনের মধ্যে এমআরপি নিতে পারবেন। হাতে লেখা পাসপোর্টধারীর সংখ্যা যতই হোক, কোনো সমস্যা হবে না।’

বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর