শিরোনাম
২৫ নভেম্বর, ২০১৫ ১১:০১

বৃহস্পতিবার আদালতে যাবেন না খালেদা

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার আদালতে যাবেন না খালেদা

ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি দুই মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন পুরোপুরি সুস্থ হননি। তিনি বিশ্রামে রয়েছেন। তাই কাল (বৃহস্পতিবার) আদালতে যাবেন না তিনি।

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়ার দুর্নীতি মামলা দু'টির বিচারকাজ চলছে।

সর্বশেষ গত ১৯ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ এই দুই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন মামলা দুটির পরবর্তী শুনানি আগামীকাল ২৬ নভেম্বর ধার্য করেন।

২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাষ্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অন্যদিকে, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করেন দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করেন।

বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর