২৬ নভেম্বর, ২০১৫ ২২:২০

শরিকদের সঙ্গে বৈঠকে খালেদা

নিজস্ব প্রতিবেদক

শরিকদের সঙ্গে বৈঠকে খালেদা

২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।

পৌর নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক সংকটসহ একাধিক ইস্যুতে আলোচনা করতেই এ বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত বুধবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে পৌর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বৈঠক করেন খালেদা জিয়া। সেখানে নেতারা ভোটে অংশগ্রহণের ব্যাপারে নিজেদের মতামত তুলে ধরেন।

বৈঠকে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির খন্দকার গোলাম মোর্তজা, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, মুসলীম লীগের শেখ জুলফিকুর চৌধুরী বুলবুল, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামে ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, ইসলামিক পার্টির আবুল কাশেম, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান উপস্থিত আছেন।

এ ছাড়া বিএনপি নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বৈঠকে আছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এর আগে গত বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকে দলটির নেতারা দলীয় প্রতীকে পৌর নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়া নিয়ে পক্ষে-বিপক্ষে তাদের যুক্তি তুলে ধরেন। এখন শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বিএনপি প্রধান।

বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর