২৭ নভেম্বর, ২০১৫ ১৪:৩৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও সিটি ক্যাম্পাস সহ ৭টি কেন্দ্রে 'খ' ইউনিটের ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ২৫৫জন শিক্ষার্থী। পরীক্ষা শুরুর পরপরই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইমামুল হক সহ সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

'খ' ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শেষ হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত 'গ' ইউনিটের ২৪০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু। 

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত 'ঘ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২৩৫ আসনের বিপরীতে ৮ হাজার ৪৪২ জন এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত 'ক' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫০৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৭ হাজার ৩২৩ শিক্ষার্থী। এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ১৮টি বিষয়ে ১ হাজার ৩০০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছেন ২৭ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী। একেকটি আসনের বিপরীতে লড়বেন ২২ জন।

বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর