২৭ নভেম্বর, ২০১৫ ১৫:৪৪

বগুড়ায় মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

অনলাইন ডেস্ক

বগুড়ায় মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার দায়ও স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে এ খবর দিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মাথায় টুপি ও পাঞ্জাবি-পায়জামা পরিহিত তিন যুবক এসে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। এতে মসজিদের অনিয়মিত মুয়াজ্জিন মোয়াজ্জিম হোসেন (৬০) নিহত এবং তিনজন গুলিবিদ্ধ হন। তারা হলেন মসজিদের ইমাম মাওলানা শাহীনুর রহমান (৩৫), তাহের মিস্ত্রি (৫৫) ও আফতাব আলী (৪২)।

এর ঠিক এক মাস আগে পুরান ঢাকার ইমামবাড়ায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে গ্রেনেড হামলায় দুইজন নিহত হন, আহত হন শতাধিক। পরে এ ঘটনায় আইএস জড়িত বলে দাবি করেছিল ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।

এছাড়া, সম্প্রতি আইএসের অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’-এ বাংলাদেশে ইতালিয় নাগরিক তাভেলা সিজার, জাপানি নাগরিক কুনি হোশিও হত্যার দায় স্বীকার করে আইএস।

বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর