২৮ নভেম্বর, ২০১৫ ১৮:২৭

'আইএসের নামে দেশকে অকার্যকরের চেষ্টা হচ্ছে'

অনলাইন ডেস্ক

'আইএসের নামে দেশকে অকার্যকরের চেষ্টা হচ্ছে'

ফাইল ছবি

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের (আইএস) নাম দিয়ে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটা ঘটনা ঘটলেই ৫ মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় একটি বার্তা চলে যায়। তখন আমেরিকার সাইট নামক প্রতিষ্ঠান বলে এটা আইএস করেছে।

তিনি বলেন, আইএস নামে কোনো সংগঠন বাংলাদেশে নেই। তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। আইএসের নাম দিয়ে আমাদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদের অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি অভিযোগ করেন বলেন, জঙ্গিবাদের কথা বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর