২৯ নভেম্বর, ২০১৫ ১০:৫৪

নাইকো মামলায় খালেদার আত্মসমর্পণ সোমবার

অনলাইন ডেস্ক

নাইকো মামলায় খালেদার আত্মসমর্পণ সোমবার

ফাইল ছবি

হাইকোর্টের আদেশে নাইকো দুর্নীতি মামলায় সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন মামলাটির প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রবিবার খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের আদেশ অনুযায়ী সোমবার দুপুরে খালেদা জিয়া জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করবেন।”

এর আগে, গত ১৮ জুন নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে খালেদার করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে বিএনপি চেয়ারপার্সনকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। পরের বছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর