শিরোনাম
২৯ নভেম্বর, ২০১৫ ১৬:২৩
পৌর নির্বাচন

এমপিদের প্রচারণার সুযোগ না রাখার দাবি বিএনপির

অনলাইন ডেস্ক

এমপিদের প্রচারণার সুযোগ না রাখার দাবি বিএনপির

আসন্ন পৌরসভা নির্বাচনে প্রচারণায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) এমপিদের অংশগ্রহণের সুযোগ চাইলেও সুযোগ না রাখার দাবি জানিয়েছে বিএনপি।

রবিবার দুপুর পৌনে ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমরা নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি জানিয়েছি। একই সঙ্গে দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তি দিতে ব্যবস্থা নিতে বলেছি। আর মন্ত্রী-এমপিরা যেন কোনোভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারেন, সে বিষয়েও ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি।

''জবাবে সিইসি জানিয়েছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তবে এমপিদের প্রচারণার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।''
 
ওসমান ফারুক বলেন, আগামী জানুযারিতে ৫০ লাখ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। তাই নির্বাচন পেছানো দরকার। আইনি বাধ্যবাধকতা থাকায় নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে সিইসি জানিয়েছেন।

''আমরা বলেছি, জনস্বার্থের জন্য আইন। তাই নির্বাচন কমিশনের (ইসি) মতো সাংবিধানিক সংস্থা আইনি বেড়াজালে থাকলে তা কমিশনের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। তাই ইসিকে সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আইনের সংশোধন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ইসিকে তার অবস্থান দৃঢ় করতে হবে।''

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সিইসি’র সিদ্ধান্তের পর দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, বিএনপির শেষ পর্যন্ত নির্বাচনে যাবে কি না।

এর আগে, দুপুর পৌনে ২টার দিকে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে ড. ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সামছুজ্জামান দুদু, ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিন, এস এম আবদুল হালিম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়েরুল কবির খান।

বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর