২৯ নভেম্বর, ২০১৫ ২২:০৪

সামাজিক ব্যবসার নতুন বইয়ের মোড়ক উন্মোচন করলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক

সামাজিক ব্যবসার নতুন বইয়ের মোড়ক উন্মোচন করলেন ড. ইউনূস

''সামাজিক ব্যবসার শক্তি'' নামে সামাজিক ব্যবসার উপর একটি নতুন বই প্রকাশিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) ইউনূস সেন্টার অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। বইটির লেখক এমএফএম আমীর খসরু। তিনি বর্তমানে ইউনূস সেন্টারে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বইটির অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

এমএফএম আমীর খসরু দীর্ঘদিন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন এবং বিভিন্ন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বইটিতে সামাজিক ব্যবসার বিভিন্ন প্রসঙ্গ যেমন: সামাজিক ব্যবসা ও তার বিশ্লেষণ, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা, নবীন উদ্যোক্তা, সামাজিক ব্যবসার ফান্ড, বিশ্ব অর্থনীতিতে সামাজিক ব্যবসার প্রভাব, স্যোশাল বিজনেস ডিজাইন ল্যাব এবং সামাজিক ব্যবসার বিবিধ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি সামাজিক ব্যবসায় আগ্রহী ব্যক্তিবর্গ, সামাজিক ব্যবসার ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য উপকারী পুস্তক হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকার সকল উল্লেখযোগ্য বইয়ের দোকানে পাওয়া যাবে বইটি পাওয়া যাবে।- সংবাদ বিজ্ঞপ্তি

বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর