১ ডিসেম্বর, ২০১৫ ০৯:১৭

সংসদ ভবনে মৈত্রী মোটর র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

সংসদ ভবনে মৈত্রী মোটর র‌্যালি

রাজধানীর হোটেল সোনারগাঁও ছেড়ে সংসদ ভবন এলাকায় পৌঁছেছে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি। সংসদ ভবন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে র‌্যালিটি ফ্লাগ অফ হয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করবে।

এটি মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার পর সোনারগাঁও থেকে রওয়ানা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বর হয়ে সোয়া ৮টার দিকে সংসদ ভবনের সম্মুখে পৌঁছে। কলকাতার উদ্দেশে র‌্যালির ফ্লাগ অফের আগে এখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের কর্মকর্তারা।

প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৯ নভেম্বর বিকেলে র‌্যালিটি ঢাকায় পৌঁছে। পরদিন ৩০ নভেম্বর একটি সেমিনারে যোগ দেন র‌্যালিতে অংশ নেওয়া কর্মকর্তারা।

১৮তম দিনে ঢাকা থেকে যাত্রা করে যশোর, বেনাপোল হয়ে কলকাতা পৌঁছাবে র‌্যালি। সেখানে ২ ডিসেম্বর সেমিনার অনুষ্ঠিত হবে।

গত ৪ নভেম্বর (শনিবার) ভারতের ওড়িশা প্রদেশ থেকে র‌্যালির যাত্রা শুরু হয়। প্রায় ৪ হাজার ২২৩ কিলোমিটার পথ পরিভ্রমণ শেষে কলকাতায় পৌঁছাবে র‌্যালিটি। চার দেশের সরকারের সহযোগিতায় র‌্যালির মূল আয়োজক ভারতের কলিঙ্গ মোটরস।

বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর