১ ডিসেম্বর, ২০১৫ ১৫:০৮

বিদেশি টিভিতে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের দাবি

অনলাইন ডেস্ক

বিদেশি টিভিতে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের দাবি

সংগৃহিত

বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক মানববন্ধনে থেকে তারা এ দাবি জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দেশের সব বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মার্কেটিং বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মীরা। এতে সংহতি প্রকাশ করেন মিডিয়া অঙ্গনের শিল্পী, কলা-কুশলী, নাট্যকার, পরিচালক, প্রযোজকরা। এছাড়া, দেশের সব টিভি স্টেশনের সাংবাদিকদের পাশাপাশি লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ইমার সভাপতি রঞ্জন কুমার দত্ত সরকারের কাছে ১১টি দাবি জানান। এগুলো হলো- দেশের টাকায় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে, তথ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাংলাদেশি চ্যানেলগুলো এক থেকে ২৫-এর মধ্যে প্রচার করতে হবে, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের নামে মুদ্রাপাচার বন্ধ করতে হবে, বিদেশি চ্যানেল বন্ধ করে বাঙালি সংস্কৃতি রক্ষা করতে হবে, বাংলাদেশের বিদেশি চ্যানেলের জন্য বিকল্প ফিড প্রচার করে বিজ্ঞাপন প্রচারের নামে প্রতারণা বন্ধ করতে হবে, বিদেশি পণ্যের বিজ্ঞাপনের দেশেই যেন তৈরি হয় সে জন্য প্রয়োজনীয় আইন করতে হবে, বিদেশি বিজ্ঞাপন ডাবিং করে চালানো বন্ধ করতে হবে, বাংলাদেশের চ্যানেল ভারতে দেখাতে তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় উদ্যোগ অন্যতম।
     
ইমার সহসভাপতি মনিরুল ইসলাম মনির বলেন, ''আমাদের দাবি, আমাদের সবার দাবি, এ বিদেশি চ্যানেলের আগ্রাসন থেকে আমার দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আমরা সেই পথে এগিয়ে যাবো।''

সংগঠনের আরেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি জানান, ''শিল্পী, কলাকুশলী এমনকি সাধারণ মানুষের একটাই দাবি, দেশের সংস্কৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে হবে।''

তিনি আরও বলেন, ''যেখানে আমরা বাংলাদেশের মিডিয়া ধুকে ধুকে মরছি সেখানে বাংলাদেশের পৃষ্ঠপোষকরা বিদেশি চ্যানেলকে পৃষ্ঠপোষকতা করছে। এটা আমাদের জন্য একটা লজ্জার। এ লজ্জা থেকে মুক্তি চাই।''

বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর