৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১৯

ফের বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

ফের বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ২২ দিনের মধ্যে দেশের বাজারে ফের স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে। নতুন মূল্য আগামী শনিবার থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে।

এর আগে গত ১৩ জানুয়ারি ভরিতে সোনার দাম এক হাজার ২২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের স্বর্ণ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৩ হাজার ৭৪০ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৪২ হাজার ৫১৫ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৫ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪০ হাজার ৪১৬ টাকার বদলে ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে। এ ক্ষেত্রে প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৪ টাকা।

দাম বৃদ্ধির পর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৩৪ হাজার ৯৯২ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৩৩ হাজার ৭৬৭ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দামও এক হাজার ২২৫ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণ শনিবার থেকে ২২ হাজার ৬৮৬ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯১১ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৯১ টাকা।

বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর