৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৪০

দেশে এইডস রোগী ৪১৪৩ জন

নিজস্ব প্রতিবেদক

দেশে এইডস রোগী ৪১৪৩ জন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমানে দেশে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৪৩জন। এই সংক্রামক ব্যাধি প্রতিরোধের জন্য জনসচেতনতা ও কনডম বিতরণ অব্যাহত রয়েছে।
 
জাতীয় সংসদের নবম অধিবেশনে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে মো. ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি এই হিসেব ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত। সরকারি হাসপাতালে এ রোগের সনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া এনজিওদের মাধ্যমে এইচআইভি প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার এই কর্মসূচির মাধ্যমে ২৭টি জেলায় মোট ২০ হাজার ৮০২জন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি ও আক্রান্ত ব্যক্তিদের ৬৮টি সেবা কেন্দ্রের মাধ্যেমে বিনামূল্যে প্রতিরোধ এবং চিকিৎসা সেবা প্রদান করছে।

বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর