৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩২

'বিএনপির কাউন্সিল আয়োজনে সরকার প্রতিবন্ধিকতা সৃষ্টি করছে'

অনলাইন ডেস্ক

'বিএনপির কাউন্সিল আয়োজনে সরকার প্রতিবন্ধিকতা সৃষ্টি করছে'

ফাইল ছবি

বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল আয়োজনের ক্ষেত্রে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহাবুবুর রহমান।

অাজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা আর এ গণির স্মরণে আয়োজিত এক শোকসভায় তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ এ শোকসভার আয়োজন করে।

মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, কাউন্সিল করার জন্য তিনটি ভেন্যুর নাম উল্লেখ করে আবেদন করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে। কিন্তু তারা ভেন্যু বরাদ্দ নিয়ে নানা টালবাহানা করছে।
 
বিএনপির এ নেতা আরো বলেন, 'যত বাধা আসুক না কেন, বিএনপির কাউন্সিল যথা সময়েই অনুষ্ঠিত হবে। '
 
এ সময় রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানি বাবুল মাতব্বরের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপির এই নেতা। 'পুলিশ বাহিনীকে আধুনিক করা প্রয়োজন' বলে তিনি মন্তব্য করেন।
 
সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, 'সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে সামাজিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক রূপ ধারণ করবে।'
 


বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর