৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:০২

চরে আটকা পড়েছে স্টিমার পিএস মাহ্সুদ, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চরে আটকা পড়েছে স্টিমার পিএস মাহ্সুদ, দুর্ভোগে যাত্রীরা

বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে আটকে গেছে বিআইডব্লিউটিসি’র যাত্রীবাহি স্টিমার পিএস মাহ্সুদ। আজ রবিবার সকাল আনুমানিক ৬টার দিকে ঘটে এ ঘটনা। এর ফলে দুর্ভোগে পড়েছেন স্টিমারে থাকা যাত্রীরা।

যাত্রীরা জানায়, প্রচণ্ড ঝাঁকুনিতে সকালে তাদের ঘুম ভেঙ্গে যায়। এরপর তারা স্টিমারটিকে চরে আটকে পড়া অবস্থায় দেখতে পান। এ ঘটনায় আটকা পড়েন প্রায় ১০০ যাত্রী। অন্যান্যরা বরিশালে নেমে বিভিন্ন গন্তব্যে চলে গেছেন।

বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আযাদ জানান, জোয়ারের জন্য অপেক্ষা করছেন তারা। জোয়ারে পানি বাড়লে জাহাজটি চর থেকে নামানো সম্ভব হবে বলে ধারণা করছেন তিনি।

জাহাজের মাস্টার ইদ্রিস হোসেন সিরাজী জানান, বরিশাল নদী বন্দরে নোঙ্গর করার আগ মুহূর্তে ব্যাক গিয়ার কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার একজন সহকারী মাস্টার শাহজাহান হাওলাদার স্টিমার চালাচ্ছিলেন।

এর আগে শনিবার রাতে ঢাকার সদরঘাট থেকে অর্ধ সহস্রাধিক যাত্রী নিয়ে বরিশাল হয়ে মোড়লগঞ্জ যাচ্ছিল বিআইডব্লিউটিএ’র প্যাডেল স্টিমার (পিএস) মাহসুদ। পথিমধ্যে বরিশালের চরকাউয়া পয়েন্টে ডুবো চরে আটকে যায় জাহাজটি।

বিডি-প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর