৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১৪

'আমি এখনো মুক্ত মানুষ নই'

অনলাইন ডেস্ক

'আমি এখনো মুক্ত মানুষ নই'

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এখনো মুক্ত মানুষ নয় বলে মন্তব্য করেছেন।  আজ সোমবার সকালে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে আসন্ন ই‌উনিয়ন পরিষদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, 'আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনো নই।'

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্লামেন্টে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদকে ইঙ্গিত করে এরশাদ বলেন, 'যারা আমার স্থানে আসতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরও বয়স হয়েছে। নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিন। উপলব্ধি করতে হবে- জাতীয় পার্টির সম্ভাবনার দরজা খুলেছে। সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনো নই।'

জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নির্বাচিত করা প্রসঙ্গে এরশাদ বলেন, 'আমার ছোট ভাই জি এম কাদেরকে যোগ্য উত্তরসূরি হিসেবে নির্বাচন করেছি। আমি বেশি দিন নেই। আমার বিশ্বাস, আমার অবর্তমানে সে-ই পার্টির হাল ধারতে পারবে।'


সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জাতীয় পার্টির বেশির ভাগ সংসদ সদস্য সভায় উপস্থিত ছিলেন না।
বিডি-প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর