১১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:০৮
সংসদে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

প্রাথমিকে ১৬ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য

অনলাইন ডেস্ক


প্রাথমিকে ১৬ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ১৬ হাজার ২০৭টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এতথ্য জানান।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদ ৭ হাজার ৯৫২টি। এছাড়া নবজাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট শূন্য পদ ৮ হাজার ২৫৫টি। নিয়োগের লক্ষ্যে পিএসসির নির্দিষ্ট ছকে শূন্য পদের তথ্য প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এসময় তিনি সংসদকে আরও জানান, প্রধান শিক্ষকের পদটি বর্তমানে ২য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে।

বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, ২৬ হাজার একশত ৯৩টি রেজিস্ট্রার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে ইতিমধ্যে জাতীয়করণ করা হয়েছে। এর বাইরে বর্তমানে আর কোন রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় নেই।

বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর