১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৫৫

গায়ের জোরে রামপালে বিদ্যুৎকেন্দ্র : রিজভী

অনলাইন ডেস্ক

গায়ের জোরে রামপালে বিদ্যুৎকেন্দ্র : রিজভী

সরকার গায়ের জোরে বাকশালী কায়দায় সুন্দরবনের অদূরে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় শনিবার সকালে তিনি বলেন,  ''ভারতের মধ্যে সুন্দরবনের একটা অংশ আছে। সেখানে তারা পরিবেশের ক্ষতি হবে বলে বিদ্যুৎকেন্দ্র করে নাই। রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার জন্য ৭০ শতাংশ ঋণ ভারত থেকে আনতে হবে। সব কিছু মিলিয়ে মনে হয় চারদিকে রশি দিয়ে বেঁধে মাথা ঝুলিয়ে রাখার মতো।''

সুন্দরবন দিবস উপলক্ষে 'সুন্দরবন সুরক্ষায় আমাদের করণীয়' শীর্ষক এ আলোচনার আয়োজন করে 'সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন'।

সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র গায়ের জোরে করতেই হবে। কারণ এই যে প্রেম, গভীর প্রেম। এই প্রেম যতই ধ্বংস আনুক না কেন তা থেকে বিচ্যূত হওয়া যাবে না। এ প্রেম অব্যাহত থাকতে হবে। আজকে জাতীয় স্বার্থ বিঘ্নিত করে ভারতের সঙ্গে একের পর এক চুক্তি করছে সরকার।

তিনি বলেন, ''রামপালে বিদ্যুকেন্দ্র হচ্ছে, টিপাই মুখ বাঁধ দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ করতে পারব না। মানে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার মানেই হচ্ছে দেশপ্রেমের ঘাটতি হওয়া; রাষ্ট্রদোহী। আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ বলতে পারবে না -কী অদ্ভুত দেশ!''

রিজভী বলেন, ''এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে দেখলে আমার মনে হয় তিনি অসুখী। অন্যকে নির্যাতন করে নিজে আনন্দ বোধ করেন। এ্যাটর্নি জেনারেল অপেক্ষায় থাকেন বিচরকরা কোনো জামিন বাতিল করছেন কি না। আটক আদেশটা বহাল রাখছেন কি না। এটার জন্য যত ধরনের প্রক্রিয়া এমন কী আদালতের রায় উপেক্ষা করে তার অফিস থেকে জেলখানায় বলে দেওয়া হয় যে, আমাদের নিদের্শ না যাওয়া পর্যন্ত আপনারা আসামিকে ছাড়বেন না। যে কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, শওকত মাহমুদ এখন পর্যন্ত মুক্তি পান নাই। এসব করার উদ্দেশ্য চাকরি রক্ষা। কারণ তিনি রাষ্ট্রের নয়, প্রধানমন্ত্রীর চাকরি করেন।''

সংগঠনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মোহাম্মদ শাহজাহান, বিডিএস-এর চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সিএইচআরএম-এর চেয়ারম্যান অ্যাডেভোকেট ড. মো. জিয়াউর রহমান, এসএসএফ-এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাহসিন আলী, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।

বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর