১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৫৪

খালেদার আপিল আবেদনও খারিজ

অনলাইন ডেস্ক

খালেদার আপিল আবেদনও খারিজ

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ।

এরপর ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

এদিকে বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে নতুন সাক্ষ্যগ্রহণের জন্য গত বছরের ১৪ জুন হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। এ আবেদন ২৯ জুন হাইকোর্টে খারিজের পর আপিল বিভাগে যান খালেদা জিয়া। এখন আপিল বিভাগও খারিজ করে দেন।

বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর