১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৫৯

তারামন বিবির জন্য মেডিকেল বোর্ড গঠন

অনলাইন ডেস্ক

তারামন বিবির জন্য মেডিকেল বোর্ড গঠন

সংগৃহিত

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির চিকিৎসার জন্য মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের পরিচালককে প্রধান করে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে তিনি মহাখালীর বক্ষ্যব্যাধি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। 

 
এর আগে, বুধবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ থেকে তাকে মহাখালীর বক্ষ্যব্যাধি হাসপাতালে ভর্তি করানো হয়। 

গত ১৫ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যার কারণে তারামন বিবিকে কুড়িগ্রামের রাজিবপুর কাচারিপাড়া এলাকা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নাবান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবরাখবর সংগ্রহ করা এবং সম্মুখযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এ কারণে তাকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়।

বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর